রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেছে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে এর সদস্যরা ধানমন্ডি এলাকার ১০০ জন রিকশাচালকের মাঝে সার্জিক্যাল মাস্ক ও পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করেছে।

UWC
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী ও ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য রিকশাচালকদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা এবং সার্বজনীনভাবে মাস্কের ব্যবহার নিশ্চিত করা। ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়। করোনার এ সময়ে সকলকে সুস্থ থাকার লক্ষ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যথাযথভাবে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী।