জাবিতে ইফসা’র শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আশপাশের এলাকার ৮০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ ফর সোশ্যাল এইড' (ইফসা)।

বুধবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের দোকানি, রিকশাচালক, দিনমজুর ও পার্শ্ববর্তী এলাকার দুস্থদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয় বলে জানান সংগঠনটির জাবি শাখার সভাপতি আবু নাহিয়ান।

তিনি বলেন, ‘করোনার কারণে অন্যান্য বছরের মতো উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে যেতে পারিনি। তাই যতদূর সম্ভব আমরা ক্যাম্পাসের অসহায় ও দিনমজুরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অন্যান্য বছরের মতো আরও বড় পরিসরে এরকম আয়োজন করতে পারবো।’