পরীক্ষা শুরুর সাত দিন আগে হল খুলবে: শাবি উপাচার্য

শিক্ষার্থীদের আন্দোলন ও অবস্থান কর্মসূচির মুখে পরীক্ষা শুরু  সাত দিন আগে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় আবাসিক হল খুলে দেওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘যখনই পরীক্ষা শুরু করি তার ৭ দিন আগে আমরা সকল আবাসিক হল খুলে দেবো। হল না খুলে আমরা তাদের কোনও ধরনের পরীক্ষা নেবো না।’

পরীক্ষা পেছানোর কোনও সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমি একা তো আর কোনও সিদ্ধান্ত নিতে পারি না। বিভিন্ন ফোরামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যখনই আমরা পরীক্ষা নেবো তার  সাত দিন পূর্বে হল খুলে দেবো। এসময় পরীক্ষা সময়সীমা সমন্বয় করা হতে পারে বলে মন্তব্য করেন উপাচার্য।    

তবে শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্ত না মেনে আগামী ২৩ ফেব্রয়ারি সব আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দিয়েছে। আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে।

আল্টিমেটামের লিখিত কপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার শিক্ষার্থীদের থেকে গ্রহণ করেন। এসময় তাৎক্ষণিক এ ব্যাপারে অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘তোমরা যখন তোমাদের বক্তব্য লিখিত আকারে দিয়েছো, এটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে পৌঁছানো হবে। সে সময় পর্যন্ত তোমরা অপেক্ষা করো।’

এর আগে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বিকাল ৫টার দিকে এক কিলো রাস্তা সংলগ্ন উপাচার্য বাসভবনের প্রবেশের ফটকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এমনকি রাত সাড়ে আটটার দিকে উপাচার্য বাসভবনে প্রবেশের রাস্তা সংলগ্ন গেইটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেন। সবশেষে পরীক্ষার শুরুর ৭ দিন পূর্বে হল খুলে দেওয়া সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।