কুবিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

আজ রবিবার সকাল ১১টায় র‌্যালির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালনের অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। 

এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পরে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ফয়জুল ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশ এবং বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বঙ্গবন্ধুর এ ভাষণটি যতবারই শুনি, অনুভূতি একইরকম লাগে। এটি একটি ঐতিহাসিক দলিল। এ দলিল শুধু শুনলেই হবে না, তা বুকে ধারণ করো বাস্তবে নিয়ে আসতে হবে।’