শ্রমজীবী মানুষের সাহায্যে ছাত্র ফ্রন্টের কমিউনিটি কিচেন

লকডাউনকালীন শ্রমজীবী মানুষের সাহায্যার্থে কমিউনিটি কিচেনের কার্যক্রম শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। শনিবার (২৪ এপ্রিল) থেকে এই কর্মসূচি শুরু করেন ছাত্র ফ্রন্টের জাবি শাখা। কর্মসূচি চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর বাজারে ১০০ জন মানুষের জন্য রান্না করা খাবার সরবরাহ করার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তারা।

এছাড়াও এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া, আমবাগান এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে খাবার সরবরাহ করা হচ্ছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন একটি কার্যকরী পন্থা। কিন্তু লকডাউন কখনোই কার্যকর করা সম্ভব না যদি মানুষের জীবিকা ও খাদ্যের নিশ্চয়তা দেওয়া না হয়। এই দায়িত্ব রাষ্ট্রেরই পালন করা উচিত।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক শ্রমজীবী হতদরিদ্র মানুষের জন্য সরকারের প্রতি রেশন বরাদ্দের দাবি জানিয়ে আসছি। পাশাপাশি এই দুর্যোগের সময় মানুষের সহযোগিতার জন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা কমিউনিটি কিচেনের উদ্যোগ নিয়েছি। এখান থেকে আমরা ক্যাম্পাসের রিকশা চালক, দিনমজুর, ছিন্নমূল মানুষসহ  দৈনিক ১০০ জন মানুষকে রান্না করে খাবার সরবরাহ করি। আমাদের এই কর্মসূচি ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।'