অসহায়দের জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘এক ব্যাগ আনন্দ’

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করার আনন্দ ভাগাভাগি করে নিতে ৩ হাজার অসহায়দের মাঝে ‘এক ব্যাগ আনন্দ’ শিরোনামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্স (ডিআইএসএস) এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'এক ব্যাগ আনন্দ' কার্যক্রম শুরু হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সুবিশাল মাঠে সামাজিক দূরত্ব মেনে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আশপাশের এলাকা থেকে আসা অসচ্ছল মানুষদের মাঝে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য।