রাবি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিনের নিবন্ধন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। টিকাদান কর্মসূচিতে নাম নিবন্ধনের জন্য ২৪ মে'র মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এ লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের ২৪ মে'র প্রদত্ত https://sites.ru.ac.bd/studentid/longin.php লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর জমা দিতে হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমাতে গত বছরের মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েকবার প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিলেও পরে তা পেছানো হয়। সর্বশেষ ২৪ মে রাবির অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার কথা জানানো হয়।