X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শাবিপ্রবিতে আট দিনে টিকা নিয়েছেন ১৭১৭ শিক্ষার্থী 

শাবিপ্রবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ০৮:৩৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৮:৪২

শিক্ষার্থীদের করোনার টিকার আওতার আনতে সিলেট সিটি করপোরেশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ফাইজারের টিকা প্রদানের ব্যবস্থা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রমে আট দিনে টিকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এক হাজার ৭১৭ শিক্ষার্থী। 

বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, গত ১৬ অক্টোবর থেকে আমরা টিকা প্রদান শুরু করি। প্রতিদিন সকাল ১০টা দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়। এ পর্যন্ত ১৭১৭ শিক্ষার্থী টিকা পেয়েছেন। প্রথমের মাস্টার্সের শিক্ষার্থীদের দিয়ে শুরু করলে পরে চলমান সব সেশনের শিক্ষার্থী টিকা পেয়েছেন। এমনকি শিক্ষার্থী পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে স্পট রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন শিক্ষার্থীরা।

টিকার দ্বিতীয় ডোজের ব্যাপারে তিনি বলেন, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্বিতীয় ডোজ টিকা শিক্ষার্থীরা অবশ্যই পাবে। কবে থেকে দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে। 

এদিকে ‌‘জাতীয় পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীরা টিকার সনদপত্র পাবে না’ উল্লেখ করে ড. কবির হোসেন বলেন, টিকার সনদ পেতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। এ জন্য দ্বিতীয় ডোজ নিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আমরা নেবো। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। 

শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। সর্বশেষ ২৭ অক্টোবর ৮ম দিনে ১৯৮ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
গোপনে স্কুলের গাছ বিক্রি, প্রায় কোটি টাকা তছরুপ
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
দ্বিতীয় ক্যাম্পাসের জমি বুঝে পেলো জবি
সর্বশেষ খবর
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত