X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে আট দিনে টিকা নিয়েছেন ১৭১৭ শিক্ষার্থী 

শাবিপ্রবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ০৮:৩৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৮:৪২

শিক্ষার্থীদের করোনার টিকার আওতার আনতে সিলেট সিটি করপোরেশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ফাইজারের টিকা প্রদানের ব্যবস্থা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রমে আট দিনে টিকা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এক হাজার ৭১৭ শিক্ষার্থী। 

বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, গত ১৬ অক্টোবর থেকে আমরা টিকা প্রদান শুরু করি। প্রতিদিন সকাল ১০টা দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়। এ পর্যন্ত ১৭১৭ শিক্ষার্থী টিকা পেয়েছেন। প্রথমের মাস্টার্সের শিক্ষার্থীদের দিয়ে শুরু করলে পরে চলমান সব সেশনের শিক্ষার্থী টিকা পেয়েছেন। এমনকি শিক্ষার্থী পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে স্পট রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন শিক্ষার্থীরা।

টিকার দ্বিতীয় ডোজের ব্যাপারে তিনি বলেন, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্বিতীয় ডোজ টিকা শিক্ষার্থীরা অবশ্যই পাবে। কবে থেকে দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে। 

এদিকে ‌‘জাতীয় পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীরা টিকার সনদপত্র পাবে না’ উল্লেখ করে ড. কবির হোসেন বলেন, টিকার সনদ পেতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। এ জন্য দ্বিতীয় ডোজ নিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আমরা নেবো। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। 

শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। সর্বশেষ ২৭ অক্টোবর ৮ম দিনে ১৯৮ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা