জাবিতে ভর্তি আবেদনের তারিখ পেছালো

বিগত বছরের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান।

এর আগে, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম সভায় দুই পর্বে আবেদন এবং ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলা হয়েছিল। তাছাড়া আবেদন ফি ইউনিট ভিত্তিক ১ হাজার ১০০ ও ইন্সটিটিউটগুলোতে ৭০০ টাকা করা হয়েছিলো। কিন্তু ২০১৯-২০ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আবেদন ফি ছিলো ৬০০ টাকা ও ইন্সটিটিউটগুলোতে ছিলো ৪০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বের সভাগুলোতে বাছাইকরণ প্রক্রিয়াতে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু সুপারিশ ছিলো। এগুলো নিয়ে আলোচনা চলছিলো, তবে সেগুলো চূড়ান্তভাবে গৃহীত হয়নি। গতবারের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। তবে জিপিএ গতবারের তুলনায় কিছুটা বেশি চাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে।’