রাস্তার কাজ বন্ধ করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের ‘তুই-তোকারি’

মোটা বালুর পরিবর্তে চিকন বালু ব্যবহার করার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি রাস্তার নির্মাণকাজ বন্ধ করতে বলেছিলেন উপ-সহকারী প্রকৌশলী সাহানুল আলম সবুজ। কিন্তু কাজ বন্ধ না করে প্রকৌশলীকে তুই-তোকারি করে কথা বলেছেন ঠিকাদার। এ ঘটনার পর সোমবার বিকেল থেকে মঙ্গলবার (০৮ জুন) দিনব্যাপী রাস্তার কাজ বন্ধ ছিলো।

রুয়েটের প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস স্ট্যান্ডের একটি রাস্তা নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। কয়েকদিন আগে ৩১ লাখ টাকা ব্যয়ে এ রাস্তার কাজ শুরু হয়। সোমবার ঢালাইয়ের কাজ চলছিল।

সকাল থেকে কাজের দেখভাল করেন প্রকৌশল দফতরের উপ-সহকারী প্রকৌশলী ইশতিয়াক। দুপুর ২টার পর দেখভালের জন্য আসেন উপ-সহকারী প্রকৌশলী শাহানুল আলম সবুজ। ঢালাইয়ে মোটা বালু দেওয়ার কথা থাকলেও চিকন বালু দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। ঢালাই বন্ধ রাখতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ঠিকাদার মানিক ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী সবুজের সঙ্গে তুই-তোকারিসহ দুর্ব্যবহার করেন। সবুজ তাৎক্ষণিক বিষয়টি প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনকে জানান। তিনি ঘটনাস্থলে এলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন ঠিকাদার। এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রকৌশল দফতরের প্রকৌশলীরা সাইটে যাননি। ফলে কাজ বন্ধ হয়ে যায়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০-৩৫ জন শ্রমিক বসে আছেন। পাশেই ঢালাই মেশিনসহ কাজের সব উপকরণ পড়ে আছে। সেখানে কথা হয় আব্দুর রাজ্জাকের সঙ্গে।

নিজেকে শ্রমিকদের প্রধান পরিচয় দিয়ে তিনি বলেন, গতকাল ডোমার (মোটা) বালু ও চিকন বালু দেওয়াকে কেন্দ্র করে প্রকৌশলীর সঙ্গে মানিকের (ঠিকাদার) কথা কাটাকাটি হয়। আজ সকালে মানিকসহ গিয়ে ৪০০ ফুট ডোমার বালু নিয়ে এসেছি। কিন্তু তারা সাইটে আসছে না বলে কাজ বন্ধ রয়েছে।

ruyet2

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ তার দফতরে প্রকৌশলী ও ঠিকাদারকে নিয়ে বৈঠক করেন। পরে দুই পক্ষকে মিলিয়ে দেন।

জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী শাহানুল আলম সবুজ বলেন, একটু সমস্যা হয়েছিল। পরে উপাচার্য সমাধান করে দিয়েছেন। আমি এ বাইরে কোনও মন্তব্য করব না।

কাজের অনিয়মের বিষয়টি স্বীকার করে প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, আমরা কাজের কোয়ালিটি নিয়ে কোনও আপস করি না। অন্য বালু দেওয়ায় কাজ বন্ধ হয়েছিলো। আজ নতুন বালু এসেছে। কাল থেকে কাজ শুরু হবে।

উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ ও ঠিকাদার মানিককে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।