X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নামে এলো সাদা কাপড়ের টুকরো

রাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ২২:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২২:১১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির সভাপতিসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে দুই টুকরো সাদা কাপড় পাঠানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানা অভিযোগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে করা অভিযোগপত্রে বলা হয়, বুধবার ‘সচেতন নাগরিক সমাজের’ নামে ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তার নামে দুই টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়।

সাদা কাপড়ের টুকরো পাওয়া ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক  ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হাসান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক জগলুল সাদাত, সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মামুনুর রশীদ, কম্পটোলার নাজীম উদ্দীন, প্রকৌশলী হারুন অর রশীদ, রাইসুল ইসলাম প্রমুখ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ও ভীতির সঞ্চার ঘটেছে। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগে আরও বলা হয়, সাদা কাপড়ের টুকরোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গত ৬ ডিসেম্বর শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যোগসূত্র থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন হচ্ছে কি-না তা দেখতে গত ৬ ডিসেম্বর আমরা পরিদর্শনে যাই। এ সময় এক কর্মকর্তাকে অফিসে না পেয়ে তাকে মোবাইলে কল করে ডাকি। বিষয়টি ওই কর্মকর্তা সহজভাবে নেননি। তিনি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা এই নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি কারণ দর্শানো নোটিশ পাঠানোর আশ্বাস দিলেও পরে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের ধারণা, কাফনের কাপড় পাঠানোর সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।’

এ বিষয়ে রুয়েটের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক সাজ্জাদ হোসেনের মোবাইল নম্বরে একাধিকার কল করলেও পাওয়া যায়নি।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা অবগত। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
কোটি টাকার নিয়োগ বাণিজ্য: রুয়েটের সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা
রুয়েটের সাবেক ভিসির বিরুদ্ধে দুর্নীতির মামলা
রুয়েট, চুয়েট ও কুয়েটের ওরিয়েন্টেশন ২৭ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ