X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নামে এলো সাদা কাপড়ের টুকরো

রাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ২২:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২২:১১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির সভাপতিসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে দুই টুকরো সাদা কাপড় পাঠানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানা অভিযোগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে করা অভিযোগপত্রে বলা হয়, বুধবার ‘সচেতন নাগরিক সমাজের’ নামে ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তার নামে দুই টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়।

সাদা কাপড়ের টুকরো পাওয়া ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক  ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হাসান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক জগলুল সাদাত, সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মামুনুর রশীদ, কম্পটোলার নাজীম উদ্দীন, প্রকৌশলী হারুন অর রশীদ, রাইসুল ইসলাম প্রমুখ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ও ভীতির সঞ্চার ঘটেছে। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগে আরও বলা হয়, সাদা কাপড়ের টুকরোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গত ৬ ডিসেম্বর শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যোগসূত্র থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন হচ্ছে কি-না তা দেখতে গত ৬ ডিসেম্বর আমরা পরিদর্শনে যাই। এ সময় এক কর্মকর্তাকে অফিসে না পেয়ে তাকে মোবাইলে কল করে ডাকি। বিষয়টি ওই কর্মকর্তা সহজভাবে নেননি। তিনি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা এই নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি কারণ দর্শানো নোটিশ পাঠানোর আশ্বাস দিলেও পরে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের ধারণা, কাফনের কাপড় পাঠানোর সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।’

এ বিষয়ে রুয়েটের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক সাজ্জাদ হোসেনের মোবাইল নম্বরে একাধিকার কল করলেও পাওয়া যায়নি।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা অবগত। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
রেলের টার্ন টেবিল উদ্ভাবন করে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রকৌশলী
চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে রুয়েট কর্মকর্তা কারাগারে
রুয়েটে আওয়ামীপন্থি শিক্ষকসহ তিন জন বরখাস্ত
সর্বশেষ খবর
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
এলপিজির দাম কমলো ১৯ টাকা
এলপিজির দাম কমলো ১৯ টাকা
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?