শিক্ষার্থীদের দাবির মুখে পেছালো বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা

শিক্ষার্থীদের দাবির মুখে ১০ দিন পেছানো হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা।

মঙ্গলবার (৩ আগস্ট) বুয়েট অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যে দাবি-দাওয়াগুলো ছিল সেগুলো বিবেচনা করে পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের দাবি মেনে নিয়ে আমরা পরীক্ষার সময় আগের চাইতে ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করেছি। উত্তরপত্র আপলোডের সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ৩০ মিনিট করেছি। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে  তাদের পরীক্ষা পরে নেওয়া হবে।’