রাবি শিক্ষক সুজিতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের চেয়ারম্যান, রাজশাহী মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক ড. সুজিত কুমার সরকারের বিরুদ্ধে নাটোরের সাংসদ শফিকুল ইসলাম শিমুল কর্তৃক দায়েরকৃত মামলাকে  মিথ্যা ও হয়রানিমূলক  আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শুক্রবার (১৩ আগস্ট) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায়  সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার সরকার, ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি রোমান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাটোরে শিমুল এমপির নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শেখ মাসুদসহ আরও অনেকে।

কর্মসূচির শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।