কোচিং সেন্টারে ঝুলছিল জবি শিক্ষার্থীর লাশ

রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম মো. মিজবাহ উল আজিম। তিনি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টারের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তের জন্য রাতেই লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। সোমবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। মিজবাহ উল আজিমের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া। সেখানেই তাকে দাফন করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন আল রশিদ বলেন, ‘কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

ওসি জহিরুল ইসলাম বলেন, তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালাতো। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। রাত ২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মেডিক্যালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি।

এ বিষয়ে জবির প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি খবর নিয়েছি। উত্তরা পূর্ব থানা থেকে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’