বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে আবার প্রতীকী ক্লাস

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতীকী ক্লাস হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু রবিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এ ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলার করিডোরে বিভিন্ন বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী উপস্থিত হন।

এর আগে ২৬ আগস্ট একই দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী ক্লাস নিয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

অধ্যাপক জামাল উদ্দিন রুনু সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইতোমধ্যে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে অনুভব করতে পেরেছি, অনলাইনে ভালোভাবে পাঠদান করা সম্ভব না। আবার পরীক্ষা পদ্ধতিতেও একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া উচিত। এর আগে শুক্রবার রাতে তিনি এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন।

প্রতীকী ক্লাসে অংশ নেওয়া নৃ-বিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খোলার মাধ্যমে জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত প্রক্রিয়া আবার চালু হোক। যাতে এই জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত উদ্ভাবনের মধ্য দিয়ে মহামারির কারণে যে বায়োলজিক্যাল, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি। 

করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরে তা বাতিল করে সরকার।