জবিতে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা 

আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে করোনার সংক্রমণ বাড়লে পরীক্ষা হবে অনলাইনে। শ্রেণিকক্ষে শুধুমাত্র পরীক্ষা হলেও ক্লাস চলবে অনলাইনে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের উপস্থিতিতে ডিনদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা একাধিক ডিন।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, ‘বৈঠকে আলোচনার বিষয় ছিল পরীক্ষা অনলাইনে না সশরীরে হবে। ৭ অক্টোবর সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে ওই তারিখে অনলাইনে পরীক্ষা হবে।’

দুর্গাপূজার ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূজার ছুটি বাদ রেখে সেভাবে রুটিন করা হবে।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘বলা হয়েছিল পরীক্ষা শুরুর চার সপ্তাহ আগে তারিখ জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী আগামী ৭ অক্টোবর আমরা পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। অর্থাৎ চার সপ্তাহ পর থেকে সবাই পরীক্ষা নিতে পারবে, তার আগে না। বিভাগগুলো সেভাবে রুটিন সাজাবে। ডিনরা তাদের অনুষদের বিভাগগুলোকে সেভাবে রুটিন তৈরির নির্দেশনা দেবেন। শুধুমাত্র যাদের পরীক্ষা তারাই ক্যাম্পাসে আসবেন। তবে ক্যাম্পাসে ক্লাস হবে না, কোনও বিভাগের ক্লাস বাকি থাকলে অনলাইনে নেওয়া হবে।’