পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় হাত কাটলেন চবি ছাত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খেলার মাঠ থেকে অচেতন অবস্থায় দেলোয়ার হোসেন নামের এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথম বর্ষের ফলাফল আশানুরূপ না হওয়ায় নিজেকে জখম করে অচেতন হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার (৭ সেটেম্বর) দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘দুপুর ২টার দিকে খেলার মাঠ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে সময় তার বাম হাতে ব্লেডে কাটার মতো জখম ছিল। পাশে দুইটি ভাঙা মোবাইল পড়ে ছিল। সম্ভবত মোবাইল ভেঙে তা দিয়েই জখম করে নিজেকে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তার প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে। সম্ভবত তা আশানুরূপ না হওয়ায় হতাশ হয়ে পড়েছে।’

চবি মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাতে জখম ছিল। ব্লেড দিয়ে যেভাবে হাত কাটে সেভাবে কেটেছেন। তবে তার জখম মারাত্মক না। ব্যান্ডেজ করেই ছেড়ে দেওয়া হয়েছে।