বোর্ড বৃত্তিপ্রাপ্তদের ক্রেডিট ফি নেবে না হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

উচ্চ-মাধ্যমিকে বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। গত রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় কর্তৃপক্ষ।

বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি কমানোর ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, 'যেহেতু বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফের ব্যাপারে সরকারি আদেশ রয়েছে, এজন্য আমরাও এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি'।

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ ব্যাপারে অনেক আগেই সম্মতি দিয়েছিলেন। অফিস আদেশের মাধ্যমে এখন তা বাস্তবায়িত হতে যাচ্ছে'।

এদিকে বৃত্তিপ্রাপ্তদের ক্রেডিট ফি মওকুফ করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিম আহমেদ বলেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বৃত্তিপ্রাপ্তদের কোর্স ফি মওকুফ করার বিষয়ে বোর্ডেরও নির্দেশনা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিন এ ব্যাপারে উদাসীন ছিল। আমরা অনেক চেষ্টা করে; এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকবার কথা বললেও তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেননি। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় আমরা অনেক আনন্দিত।

বিজনেস স্টাডিজ অনুষদের ২০ ব্যাচের আরেক শিক্ষার্থী বর্ষা রানী পোদ্দার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত বেশ ইতিবাচক। এত দ্রুত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আসবে তা কল্পনাও করিনি।