পূজায় বন্ধ থাকবে জবির পরীক্ষা 

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আগামী ১১-১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষা বন্ধ থাকবে। তবে ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকেই পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের ফেসবুক পাতায় প্রকাশিত রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনদের সভায় ১১-১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ৭ অক্টোবরের আগে কোনও পরীক্ষা হবে না বলেও সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রবীন্দ্রনাথ মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের পূজার ছুটি ১৩-১৫ তারিখ ছিল। কিন্তু ১১ তারিখ থেকেই পূজা শুরু হচ্ছে। বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এ বিষয়ে অনুরোধ আসছিল। যেহেতু এটা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব তাই, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে ১১-১৬ তারিখ বিভাগগুলো তাদের পরীক্ষা বন্ধ রাখবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।'

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। সে অনুযায়ী পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে বিভাগগুলো।