করোনায় ঘরবন্দি সময় কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা এলিজা

করোনার সময় ঘরবন্দি জীবনকে কাজে লাগিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এলিজা সাবরিন অণু হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। পেলেন লাখপতি সেলারের পুরস্কার।

কীভাবে উদ্যোক্তা হলেন জানতে চাইলে এলিজা সাবরিন অণু বলেন, ‘করোনায় ঘরবন্দি ছিলাম। সবার মতো আমারও অলস সময় কাটছিল। তখন ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) বা উই’তে সময় দিই। সেখান থেকে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি হয়। ছোটকালে মায়ের কাছ থেকে শেখা সেলাই আর ডিজাইন নিয়ে কাজ শুরু করি। তিন মাস ঘরে বসেছিলাম। ২০২০ সালের জুন মাসে আমার ফেসবুক পেজের পথচলা শুরু হয়। শুরুতে গ্রাহক পাইনি। ৬ জুলাই  প্রথম অর্ডার পাই। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই মাসে আমি লাখপতি এবং এক বছরে আট লাখ টাকার পণ্য বিক্রি করেছি।’

তিনি বলেন, ‘এটি সম্ভব হয়েছে স্বামীর সহযোগিতা আর আমার পরিশ্রমের জন্য। যারা আমার পণ্য কিনেছেন, তাদের কাছে কৃতজ্ঞ। এক বছরে নিজেকে নতুন করে উপলব্ধি করতে শিখেছি। অনার্স তৃতীয় বর্ষের একটি মেয়ে করোনার প্রকোপে যখন ঘরবন্দি, তখন উই শেখালো ঘরে বসে অনেক কিছুই করা সম্ভব। সাহস করে পদক্ষেপ নিলেই হয়।’

সাবরিন অণু বলেন, ‘অলস সময় না কাটিয়ে এখন কিছু করে অনেক সম্মান পাচ্ছি। পরিবার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবার কাছেই। এটি কত বড় পাওয়া তা আমিই জানি। করোনা অভিশাপ হলেও আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছে।’

অণুর হাতে লাখপতি সেলারের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয় রংপুর বিভাগের বৃহত্তম ই-কমার্সভিত্তিক গ্রুপ ‘হ্যালো রংপুর’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘হ্যালো রংপুরের’ প্রতিষ্ঠাতা মো. সুমন মিয়া।

সুমন মিয়া বলেন, মূলত রংপুরের তরুণ উদ্যোক্তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি। এতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে; যারা আগামীতে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

‘হ্যালো রংপুর’র সহ-প্রতিষ্ঠাতা আবুল বাশার তাদের কার্যক্রম সম্পর্কে বলেন, আমাদের গ্রুপ থেকে যেসব তরুণ উদ্যোক্তা গত দেড় বছরে লাখ টাকার ওপরে পণ্য বিক্রি করেছেন, তাদের সম্মানিত করার চেষ্টা করেছি। এরই অংশ হিসেবে আমরা ২৫ জন তরুণ উদ্যোক্তাকে পুরস্কৃত করেছি। আগামীতে আমরা তরুণ উদ্যোক্তাদের নিয়ে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। যা সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান হবে।