ঢাবিতে পদার্থ বিজ্ঞানে এমএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের এমএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগীয় অফিসে যোগাযোগ করে অফিস কর্তৃক নির্ধারিত ফরমে লিখিত আবেদন করতে বলা হয়েছে। 

পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তানভীর হানিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, গণিত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে মেজরসহ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরাও দরখাস্ত করতে পারবেন। তবে লিখিত বা মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আবেদন করতে যা যা লাগবে:
ক) এসএসসি ও এইচএসসি এবং অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত সকল মার্কশিটের সত্যায়িত ফটোকপি। 
খ) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
গ) আগামী ১৯ অক্টোবরের মধ্যে আবেদন বিভাগীয় অফিসে জমা দিতে হবে। 
ঘ) ভর্তি পরীক্ষার আবেদন ফরম বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা সিলেবাস:
Atomic & Molecular Physics, Classical Mechanics & Special Theory of Relativity. Quantum Mechanics, Thermodynamics & Statistical Mechanics, Classical Electrodynamics.

উল্লেখ্য যে, ভর্তি প্রক্রিয়াটি একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্পন্ন হবে।