টিকা নিলেন চবি পরিবারের দেড় হাজার সদস্য  

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রায় এক হাজার ৫০০ জন টিকা নিয়েছেন বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এ সময় আরও উপস্তিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান, চবি মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা ডা. আবু তৈয়ব। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কর্মসূচি নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই টিকা নিবেন।’

চবির মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই টিকার ব্যবস্থা করেছে। সকাল থেকেই আমরা সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালাচ্ছি। এই দফায় চবি পরিবারের মোট ১৫০০ সদস্য সিনোফার্ম টিকা পেয়েছে।’