প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির রোকেয়া হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে স্বর্ণচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এসময় তিনি বলেন," জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি (প্রধানমন্ত্রী) যে ধরনের উদাহরণ রাখছেন এবং স্বীকৃতি পাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্ব হলো এই ধরনের মানবতাবাদী, কল্যাণকর ও গণমানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি দেওয়া। এবং এটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজও বটে।

উপাচার্য বলেন, আমি আশা করবো, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থীকে স্বীকৃতি দেবে ও সম্মানসূচক ডিগ্রি প্রদান করার পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও কর্মপরিধির মধ্যে এই কাজগুলোও অন্তর্ভুক্ত থাকে।

রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষ রোপণের যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, "শেখ হাসিনা এই হলে যাতায়াত করতেন বিধায় বৃক্ষ রোপণের জন্য রোকেয়া হল প্রাঙ্গণ বেছে নেওয়া হয়েছে।"

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য(প্রশাসন) মোহাম্মদ সামাদ, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা, আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক মিহির লাল সাহাসহ আরও অনেকে।