জবির মাঠের সীমানা প্রাচীর ভেঙে নেওয়ার অভিযোগ

রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মালামাল গায়েব ও নিরাপত্তাকর্মীকে আটকে রাখার অভিযোগ উঠেছে। মালামাল উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের শরণাপন্ন হলেও দিনভর বসিয়ে রেখেও মামলা নেয়নি গেন্ডারিয়া থানা।

জানা গেছে, রবিবার (২৬ সেপ্টেম্বর) ধূপখোলা মাঠের বিশ্ববিদ্যালয় অংশের সীমানা প্রাচীরের লোহা ও গোলবার গায়েব হয়ে যায়। এ নিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের মেগা প্রজেক্ট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে যান রুবেল নামের এক নিরাপত্তাকর্মী। রাত ১২টার দিকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ওই নিরাপত্তাকর্মীকে রাত ৩টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মালামাল উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গেন্ডারিয়া থানায় যাওয়া হলেও মামলা নিতে রাজি হয়নি পুলিশ। রাত ৯টা পর্যন্ত থানায় অপেক্ষা করলেও সমাধান না পেয়ে থানা থেকে বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার কামাল হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাসসহ অন্যান্যরা।

সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার কামাল হোসেন বলেন, ‘থানা থেকে মাত্র বের হলাম, সারাদিন চেষ্টা করছি। মামলা-জিডি কোনোটিই তারা নেয়নি। তারা বলছেন, দুই প্রতিষ্ঠানই সরকারি, মামলা নেবে না। আমাদের কথা হলো, তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমাদের জিনিসগুলো ফিরিয়ে দেবে।’

শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, ‘ওনারা মামলা দেয়নি। আমরা ফেরত নিতে চেষ্টা করছি।’

নিরাপত্তাকর্মীকে আটকে রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সীমানা প্রাচীরের গ্রিলগুলো তারা নিয়ে গেছে, সেটা ফিরিয়ে নিতে কথা বলতে রুবেলকে পাঠিয়েছিলাম। ১২টার দিকে ওর ফোন কেড়ে নিয়ে সেখানেই আটকে রাখে, যেন আমাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেয়।’

জানতে চাইলে গেন্ডারিয়া থানার ওসি (তদন্ত) নূর আলম সিদ্দিক বলেন, ‘ওনারা (বিশ্ববিদ্যালয়) অবগত করার জন্য এসেছিল। মামলা হয়নি। যেহেতু দুইটাই সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন- নিজেদের মধ্যে কথাবার্তা বলে হয়তো সিদ্ধান্তে আসবেন। তবে আমরা তদন্ত করছি। বিস্তারিত ওসি স্যার বলতে পারবেন।’