ঢাবি ভর্তিচ্ছুদের যাতায়াতে চবিতে শাটল ট্রেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। শুক্র ও শনিবার (১ ও ২ অক্টোবর) ভর্তিচ্ছুদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ১ ও ২ অক্টোবর বটতলী থেকে বিশ্ববিদ্যালয় রুটে দুইটি ট্রেন চালু থাকবে।’

তিনি বলেন, ‘ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য এ দুই দিন জননেত্রী শেখ হাসিনা, প্রীতিলতা হল ও শামসুননাহার হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।’

প্রসঙ্গত, এবার ঢাকার বাইরেও সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। শুক্রবার ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এ ইউনিটে আবেদন করা ১১ হাজার ১৯৪ ভর্তিচ্ছু চবির বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবেন। এছাড়া ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২৮৪৬, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ৩৫৫৫, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ৯৮৮০ এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের প্রায় এক হাজার ভর্তিচ্ছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন।