শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৩০৫ জন শিক্ষার্থী শাবিপ্রবি কেন্দ্রে অংশ নিয়েছেন। পরীক্ষা আঞ্চলিকভাবে নেওয়াই ভোগান্তি কমেছে বলে জানিয়েছেন সিলেটের চার জেলা থেকে আগত ঢাবির ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা।

সুনামগঞ্জ থেকে আগত পরীক্ষার্থী সাইমা আক্তার বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষা হচ্ছে। আমরা এ জন্য আনন্দিত। আর পরীক্ষা অঞ্চলভিত্তিক হওয়াই যাতায়াতের ভোগান্তি পোহাতে হয়নি। সকালে বাসা থেকে বের হয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছি।

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আজ শাবিপ্রবিতে ৩৩০৫ শিক্ষার্থী অংশ নিয়েছেন

মৌলভীবাজার থেকে পরীক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবক বলেন, বাসা থেকে রাতেই সিলেটে এসেছি। পৌঁছাতে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়নি। 

ঢাবি ভর্তি পরীক্ষার শাবি পরীক্ষা কেন্দ্রের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে ঢাবির এ ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলে তৎপর রয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে এবার ঢাকার বাইরেও সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজ ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা।