চবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৫১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা শতকরা ২২ শতাংশের বেশি। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। এতে মোট ১১ হাজার ২১০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘মোট আট হাজার ৭০০ জন পরীক্ষা দিয়েছে। শতকরার হিসাবে তা ৭৭.৬১ ভাগ। আর ২২.৩৯ ভাগ আবেদনকারী পরীক্ষায় অংশ নেয়নি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌ এম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’