রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৬৯৩ জন

শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফজলুল হক জানান, ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ছয় হাজার ৩৭৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ হাজার ৬৮৩ জন। ৬৯৩ জন পরীক্ষা দিতে আসেননি। এই হিসাবে উপস্থিতির হার ৮৯.১৫ ও অনুপস্থিতির হার ১০.৮৫ শতাংশ।

আগামী ৯ অক্টোবর (শনিবার) ‘চ’ ইউনিটে এক হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। অন্যদিকে ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে এক হাজার ৮২৪ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার একজন অংশ নেবেন।