তিন শিফটে চলছে রাবির ‌‘এ’ ইউনিটের পরীক্ষা 

তিন শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। মঙ্গলবার (০৫ অক্টোবর ) সকাল সাড়ে ৯টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয়। দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত তৃতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে দুই হাজার ৬৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ হাজার ৫৫৮ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়াই করবেন ২১ জন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।