ঢাবি হলে প্রথম-দ্বিতীয়-তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

দীর্ঘ দেড় বছর অপেক্ষার প্রহর শেষে রবিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে প্রবেশ করছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এর আগে ৫ অক্টোরব হলে ওঠেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে সেদিনের মতো আজও হলে উঠছেন শিক্ষার্থীরা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে নাসিরুল ইসলামের ক্যামেরায় তোলা ছবিতে হলে প্রবেশে চিত্র তুলে ধরা হলো।