পাঁচ বছরের অপেক্ষার অবসান হচ্ছে ঢাবি হল ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি আবাসিক হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিতভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনাপূর্বক আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। শনিবার (৩০ অক্টোবর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

প্রায় পাঁচ বছর ধরে ঢাবি আবাসিক হল ছাত্রলীগের কোনও সম্মেলন নেই। এতদিন শুধু সম্মেলনের প্রত্যাশায় পথ চেয়ে বসে ছিলেন হল ইউনিটের পদপ্রত্যাশীরা। তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 

২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।