ক্যাম্পাসে টিকা নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং সিটি করপোরেশনের (বিসিসি) সহযোগিতায় এ টিকা কার্যক্রম শুরু হয়। 

বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের টিকা দেবেন।

টিকা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মিজানুর রহমান, ড. মাহফুজ আলম, সানবিন ইসলাম, মাজেদুল ইসলাম, মেডিক্যাল কর্মকর্তা ডা. তানজীন হোসেন, ডা. শাম্মী আরা নিপা, বিসিসির কর্মকর্তা ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

যেসব শিক্ষার্থী এখনও টিকা নেননি তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিতে পারবেন। দুই দিনে প্রায় ৭০০ শিক্ষার্থী টিকা নেওয়ার আবেদন করেছেন।