ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সনির নামে বুয়েটের হল

প্রায় দুই দশক আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় কেমিকৌশল বিভাগের (৯৯ ব্যাচ) ছাত্রী সাবেকুন নাহার সনি। তার নামে মেয়েদের আবাসিক হলের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২ নভেম্বর) বুয়েটের সিন্ডিকেটের ৫২৬তম সভা অনুসারে বুয়েটে ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেক্রেটারি অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশপত্রে বলা হয়েছে, ‘সভায় বুয়েট ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘সাবেকুন নাহার সনি হল’ অনুমোদন করা হয়। 

উল্লেখ্য, বুয়েটের সাবেক শিক্ষার্থী সাবেকুন নাহার সনি ২০০২ সালের ৮ জুন ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন, তার নাম অনুসারেই হলের নামটি গৃহীত হয়।

এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুসারে বুয়েটের নবনির্মিত ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল’ অনুমোদন করা হয়। তবে এই নামকরণের জন্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হবে।