ঢাবি ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাস থেকে বহিরাগতদের নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর নেতৃত্বে প্রক্টরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশ যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে। ক্যাম্পাসের ভেতরে চলাচল করা এবং যত্রতত্র রাখা ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে দ্রুত চলে যেতে বলা হয়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা মাইকিং করে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে বলেন। বিশ্ববিদ্যালয় ডাসের সামনে অবস্থান নেয় শাহবাগ থানা পুলিশ। বহিরাগত ভারী যানবাহন যেদিক থেকে এসেছে সেদিকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আর লাইসেন্স না থাকলে মামলা দেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে ভারী যানচলাচল নিয়ন্ত্রণ

ঢাবি ক্যাম্পাস দিয়ে ভারী যানচলাচল নিয়ন্ত্রণের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। সুরাহা না পেয়ে নিজেরাই সড়কে নেমে পড়েন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে অবস্থান নেন তারা। বেশ কয়েকটি বাস-ট্রাকের পথ রোধ করে উল্টোপথে ঘুরিয়ে দেয় ছাত্ররা।

এর আগে বুধবার দুপুরে ক্যাম্পাস থেকে বহিরাগত ও ভবঘুরে উচ্ছেদ অভিযান চালায় একদল শিক্ষার্থী।

আরও পড়ুন-

ঢাবি ক্যাম্পাস দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা