ধর্মঘটের মধ্যেই শুরু হলো বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে চলমান ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (২০২০-২১ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষে ভর্তির চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে।

চূড়ান্ত পর্বের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে, আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে, দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২৬ অক্টোবর প্রকাশিত প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিতসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।