ঢাবির হলে শিক্ষার্থী নির্যাতন: ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা  সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করা হয়।

সমাবেশে সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কারাগারে পরিণত হচ্ছে। যেখানে মুক্তবুদ্ধির চর্চা হওয়ার কথা সেখানে মত প্রকাশের উপায় নাই। প্রতিটি শিক্ষার্থীকে সবসময় আতঙ্কে থাকতে হয়। একজন শিক্ষার্থী জানে না, কখন তাকে গেস্টরুমে অপমান হতে হয়।’

তিনি বলেন, ‘একই যোগ্যতায় দুজন শিক্ষার্থী ভর্তি হন। একজন এক বছর আগে আর অন্যজন এক বছর পরে, শুধু এই টুকুর কারণে একজন শিক্ষার্থী অন্যজনকে খবরদারি করেন।’

ডাকসু নির্বাচন দিলে শিক্ষার্থী নির্যাতনের হার কমবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আগে দেখতাম শিক্ষার্থীদের নিয়মিত হল থেকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটতো। কিন্তু ডাকসু নির্বাচন হওয়ার পর এই ঘটনা কমে গেছে অনেকাংশে। আমরা চাই, অতিদ্রুত ডাকসু নির্বাচন দেওয়া হোক। তাতে করে জবাবদিহিতার একটা সুযোগ সৃষ্টি হবে, নির্যাতন কমে যাবে।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ, দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুমসহ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্বতন্ত্র জোটের কর্মী সাদিক মাহবুব ইসলাম পরিষদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে গভীর রাতে সূর্যসেন হলের শিক্ষার্থী আরিফুল ইসলাম ও তারিকুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে ওই হলের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত অর্পণ ও সিফাতের বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। এর কিছু দিন আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সালাম না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।