শহীদ নূর হোসেন ও টিটোর প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন ও শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ছাত্র ইউনিয়নের বিদ্রোহী অংশ পুষ্পস্তবক অর্পণ করে।

কেন্দ্রীয় দফতর সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, সামরিক জান্তা জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলেন জাতির এই দুই সূর্যসন্তান। তাঁদের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির স্বাদ পায়নি এই দেশের জনগণ।

এসময় নেতারা আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো ও শহীদ নূর হোসেনের মতো অগণিত বীরদের চেতনাকে বুকে ধারণ করে সকল শ্রেণি-পেশার মানুষকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। যে গণতন্ত্রের জন্য আমাদের পূর্বপুরুষেরা নিজেদের সর্বোত্তম সম্পদকে উৎসর্গ করেছিলেন, তা পুনরুদ্ধার করে দেশকে সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ডে পরিণত করার কোন বিকল্প নেই।"