X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৫:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ‘প্ল্যনেট বনাম প্লাস্টিক’ প্রতিপাদ্যকে ধারণ করে এবং ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি-ধরিত্রী রক্ষা করি’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় বক্তারা সব সরকারি ও বেসরকারি সংগঠন ও ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।

সোমবার ( ২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের যৌথ আয়োজনে মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে অবস্থানরতরা ‘ধরিত্রী আমার-এটি রক্ষার দায়িত্ব সবার’, ‘পলিথিন ও প্লাস্টিক করবো বর্জন, সুন্দর এই পৃথিবী হবে সংরক্ষণ’, ‘ধরিত্রী আমার মা, প্লাস্টিক বর্জ্য দূষণে একে ধ্বংস করবো না’, ‘কাটলে বনের গাছ, গরমে হবে সর্বনাশ’ ইত্যাদি লেখা সন্বলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি

সমাবেশে এক্টিভিস্ট ইকবাল মুহাম্মদ বলেন, ধরিত্রী দিবসের লক্ষ্য শিল্পায়ন ও নগরায়ন ক্ষতি থেকে পৃথিবীকে রক্ষা করা। আমাদের দেশে নগরায়নের ভয়াবহ প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু এটি কাটিয়ে উঠতে কার্যকর কোনও পদক্ষেপ নেই। রিসাইকেল, রিডিউস ও রিফিউজ সিস্টেম ব্যবহার করে আমরা প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্লাস্টিক বর্তমানে মায়ের দুধেও মিশে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের সভাপতি নিয়াজ মাখদুম সিনা বলেন, বর্তমানে তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াছে পৌঁছেছে। এর জন্য দায়ী কিন্তু আমরা। আমরাই বিরূপ আচরণ করে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছি। আমাদের এখনই সচেতন হতে হবে।

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক মীর মুহাম্মদ আলী  বলেন, আমরা ধরিত্রীর সঙ্গে এতই বিরূপ আচরণ করেছি, যার কারণে এখন পৃথিবী আমাদের সঙ্গে বিরূপ আচরণ করছে। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪২-৪৫ ডিগ্রি রয়েছে। আমরা সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। বর্তমানে সাগরে ৮শ মেট্রিক টন প্লাস্টিক রয়েছে। বিজ্ঞানীরা বলছে ২হাজার ৫০সালের মধ্যে সাগরের মাছের চাইতে এটা বেশি হবে। এর ফলে আমরা যেমন খাদ্য হারাবো, তেমনি তাপমাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করবে।

এ ছাড়াও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা ও ধরার সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সভাপতি নিয়াজ মাখদুম সিনা এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম প্রমূখ।

 

/এফএস/
সম্পর্কিত
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ