ঢাবি সাংবাদিকদের মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের নিয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১-১৩ নভেম্বর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কর্মশালা আয়োজন করে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত  তিনটি সেশনে মোবাইল সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক সাহস মোস্তাফিজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিছ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার আমীর মুহাম্মদ জুয়েল।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ।IMG-20211113-WA0050