স্নাতক ভর্তিতে জিপিএ’র নম্বর কমালো কুবি

বিতর্কের মুখে স্নাতকে ভর্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ’র ওপর নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিপিএ’র ওপর ১০০ নম্বরের বদলে ২০ নম্বর হিসাব করা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সব ডিনের সমন্বয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, কুবিতে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বর নির্ধারণ করা হলে এটা নিয়ে বিরূপ মন্তব্য দেখা যায়। এ বিষয়ে এক জরুরি বৈঠকে সবার মতামতের ভিত্তিতে নম্বর কমানোর সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত আসায় কুবিতে ভর্তির ক্ষেত্রে ১২০ নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে। যার মধ্যে ১০০ নম্বর আসবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে। বাকি ২০ নম্বর আসবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল থেকে।

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জিপিএ’র ওপর ১০০ নম্বর রেখে মোট ২০০ নম্বরের ওপর ভর্তিচ্ছুদের মূল্যায়ন করে মেধাতালিকা তৈরির কথা উল্লেখ করে কুবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।