জাবির আইআইটির নতুন পরিচালক শামীম কায়সার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এম শামীম কায়সার। এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ইলেকট্রনিক এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক কায়সার প্লোস ওয়ান জার্নালের একজন একাডেমিক সম্পাদক, আইইই অ্যাক্সেস এবং কগনিটিভ কম্পিউটেশন জার্নালের সহযোগী সম্পাদক। তিনি আইইই বাংলাদেশ সেকশন কম্পিউটার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। তার ১৭৫টিরও বেশি গবেষণাপত্র রয়েছে।