কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়লো

ওয়েবসাইট জটিলতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী ভর্তিচ্ছুরা ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের সমস্যারও সমাধান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, ওয়েবসাইটের সমস্যা গতকাল রাতেই সমাধান করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুবিতে আবেদন করতে গিয়ে বিভিন্ন জটিলতায় পড়েন। ওয়েবসাইটে সমস্যাসহ নানা জটিলতায় কেউ কেউ দুইবারও ফি জমা দেন বলে জানিয়েছেন।