জবি শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন টিকা নিয়েছেন ৪০০ শিক্ষার্থী। রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতর সূত্রে জানা যায়, প্রথমদিন ২৪৯ জন ছাত্র ও ১৫১ জন ছাত্রীকে সিনোফার্মের টিকা দেওয়া হয়। সোমবার ৬০০ শিক্ষার্থীকে ও মঙ্গলবার তৃতীয় ও শেষদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আইনুল হক বলেন, প্রথম ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজ টিকা সময়ের মধ্যে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল আমাদের। যারা প্রথম ডোজ নিয়েছিলেন; আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হলো। প্রথমদিন স্বতঃস্ফূর্তভাবে টিকা কার্যক্রম শেষ হয়েছে। আমরা শিক্ষার্থীদের অনুরোধে করবো, যাদের দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি আগামী দুই দিনের মধ্যে অবশ্যই নিয়ে নেবেন। কারণ এরপর সময় বাড়ানোর সুযোগ নেই।

প্রসঙ্গত, ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম ডোজের সিনোফার্মের টিকা নেন এক হাজার ৯৬০ শিক্ষার্থী।