ঢাবির শতবর্ষে শিক্ষার্থীদের ৪৫ হাজার রিস্টব্যান্ড দিলো 'নগদ'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের শতবর্ষের স্মারক হিসেবে রিস্টব্যান্ড উপহার দিয়েছে 'নগদ'।

রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে 'নগদ'-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক রিস্টব্যান্ডগুলো হস্তান্তর করেন।

নগদের জনসংযোগ ব্যবস্থাপক লিংকন মো. লুৎফুরজামান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আমরা ‘নগদ’কে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক চরিত্র বজায় রেখে তারা যেন ক্যাম্পাসকে সাজান। উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিতে অ্যাকাডেমিক ফ্লেভার নিয়ে ক্যাম্পাসকে কীভাবে সাজাতে হয়, সেটি নগদ দেখিয়েছে। সে জন্য ‘নগদ’কে ধন্যবাদ।'

এসময় 'নগদ'-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করছে, এটি দেশের জন্য একটি বড় অর্জন। পৃথিবীর আর কোনও বিশ্ববিদ্যালয় হয়তো নেই যারা দেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্বের স্থানে থেকেছে।"

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট এবং ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফায়ারওয়ার্কস ও লেজার শো’র আয়োজনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'।"