ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে হবে: নুর

ডাকসু ভবনে হামলার দুই বছর পূর্তিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের উদ্দেশ্য ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে হবে। সেদিন আমরা অপরাধীদের বিচারের মুখোমুখি করব, কড়ায় গণ্ডায় প্রত্যেকটি হামলার শোধ নেওয়া হবে৷

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে 'ডাকসুতে বর্বরোচিত হামলার বিচারহীনতার দুই বছর এবং ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী' শীর্ষক সমাবেশ তিনি এসব কথা বলেন।

ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) ভবনে হামলার ঘটনা নিয়ে নূর বলেন, লাইট নিভিয়ে আমাদের ওপর বর্বরোচিত হামলা করা হয়। প্রক্টর, ভিসি কেউ ওই সময় আমার ফোন ধরেননি। ছয় দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ দুই বছর পেরিয়ে গেলেও কোনও প্রতিবেদন দাখিল করা হয়নি৷

তিনি আরও বলেন, "আজ ছাত্রলীগের ইতিহাস আছে, ঐতিহ্য আছে কিন্তু বর্তমান নেই। আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ করেছি। আমরা সারা  বাংলাদেশে কমিটি দিয়েছি। মানুষ আমাদের ভালোবাসে।

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক আদীব, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলায় তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নূরসহ তার ১৫ জন সঙ্গী আহত হন।