ঢাবিতে প্রফেসর ড. মো. খলিলুর রহমান ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক প্রবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ড. মো. খলিলুর রহমান ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক চালু হলো। প্রতিবছর প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে এটি দেওয়া হবে। রবিবার (২৬ ডিসেম্বর) ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

নতুন ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দফতরে প্রফেসর ড. মো. খলিলুর রহমানের স্ত্রী তাহমিনা খলিল ১২ লাখ টাকার একটি চেক ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ দেন উপাচার্য। তার আশা, এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের নিওরোসায়েন্স রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

স্বর্ণপদক প্রবর্তন অনুষ্ঠানে উপাচার্যের দফতরে ছিলেন ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতা পরিবারের সদস্যরা।