বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ধরা পড়লো বিশাল অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকে পড়া ১২ ফুট দৈর্ঘ্যের  একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বাংলা ট্রিভিউনকে বলেন, এটা বার্মিজ পাইথন প্রজাতির সাপ। রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের পাশের গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আবাসিক হলের কক্ষে, টয়লেটে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপের। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও উপদ্রব ঠেকাতে কোনও উদ্যোগ নজরে পড়েনি।