ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এইচএসসি ২০২০ ব্যাচ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। ‘আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম চাই’, ‘উই ওয়ান্ট সেকেন্ড টাইম’ স্লোগান দেন তারা। 

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র ফয়সাল বলেন, ‘আমরা ঢাবিতে সেকেন্ড টাইম চাই। অনেকে এই দাবিকে নেতিবাচকভাবে নিচ্ছেন, কিন্তু সবাইকে বুঝতে হবে এটা একটি যৌক্তিক দাবি। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার নিয়ম চালু আছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না?’

কাপাসিয়া সেন্ট্রাল কলেজের ছাত্র কামাল হোসেন জানান, বাবা জমি বিক্রি করে টাকা দিয়ে কোচিং করার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন তাকে। পরীক্ষার ১৭ দিন আগে ছেলেটি অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা দিতে পারেননি। তার মতে, ‘আমার মতো এমন অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই আমাদের দাবি, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক।’

২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হয়।