ঢাবি নাটমণ্ডলে মঞ্চস্থ হচ্ছে ‘বিসর্জন’

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঐতিহ্যবাহী যাত্রাপালার রীতি ও আঙ্গিকের নিরীক্ষামূলক উপস্থাপনায় মঞ্চস্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' নাটক।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নাটমণ্ডল মিলনায়তনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রযোজনাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের জন্য নাটকটি ২-৫ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।