জাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। 

রবিবার (৯ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও ওমিক্রন প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের ১১ ও ১২ জানুয়ারির সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে সাক্ষাৎকারের তারিখ ও সময় দৈনিক জাতীয় পত্রিকায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এর আগে ১ জানুয়ারি উপ-নিবন্ধক আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধাদের ‘সন্তান ও নাতি-নাতনি’ কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১১ ও ১২ জানুয়ারি হবে বলে জানানো হয়। 

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে দ্বিতীয় দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ করা রয়েছে।